শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর’ মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠান রোববার নতুন মসজিদে অনুষ্ঠিত হয়।
উক্ত খতমে বুখারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেট-এর মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি।
এ সময় মাদরাসার সকল শিক্ষক-ছাত্রবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খতমে বুখারির তাৎপর্য, মাহাত্ম্য ও মর্যাদা বিস্তারিতভাবে তুলে ধরেন। তার আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।