শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স:
দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও বহু গ্রন্থ প্রণেতা মাওলানা জামীল আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (৩১ মার্চ) স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।
তিনি দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও দারুল উলুম ওয়াক্বফের সাবেক শাইখুল হাদীস ছিলেন।
দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মাওলানা জামীল আহমাদ। প্রাথমিকভাবে তিনি দেওবন্দ ডিকেজন হাসপাতালেও চিকৎসা নেন। অবস্থা কিছুটা বেগতিক হলে সম্প্রতি তাকে দিল্লি জিটিবি হাসপাতালে নেয়া হয় এবং আজ সেখানেই তিনি ইন্তেকাল করেন৷