রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
“আমরা সবাই দিক কর, ইউপি হবে স্বনির্ভর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী। প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। ইউপি সচিব সমীর কান্তি দে উম্মুক্ত বাজেট পেশ করেন।
এতে বিশেষ অতিথি গণ্যমান্য ব্যাক্তি মো. সিদ্দিক মিয়া, লেবাস মিয়া, তোতা মিয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী সৌরভ রায় পার্থ, ইউপি সদস্যা হোসনে আরা বেগম, কেবল বেগম, জোসনা বেগম, ইউপি সদস্য মোজাফর আলী, আব্দুল হান্নান, আবুল কাশেম, আবু হানিফা, নুরুল ইসলাম, বাচ্চু মিয়া, আব্দুল কাদির, ছমির আলী, জামালগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ সহ বিভিন্ন পেশাজীবি।
উক্ত বাজেটের মোট রাজস্ব আয় ১১ লক্ষ ৮ হাজার ৭৭১ টাকা। রাজস্ব ব্যয় ১০ লক্ষ ৩৯ হাজার ৪৭১ টাকা, উন্নয়ন ব্যয় ১ কোটি ৭ লক্ষ ৭৫ হাজার ২৫৫ টাকা, মোট ব্যয় ১ কোটি, ১৮ লক্ষ, ১৪ হাজার, ৭২৬ টাকা, উদ্বৃত্ত ৬৯ হাজার ৩০০ টাকা, মোট বাজেট ১ কোটি ১৮ লক্ষ ৮৪ হাজার ২৬ টাকার বাজেট পেশ করা হয়।
প্রধান অতিথি প্রিয়াংকা পাল বলেন, উম্মুক্ত বাজেট সর্ম্পকে বিভিন্ন বিষয় তুলে ধরেন ও ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য পরামর্শ প্রদান করেন।