পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বুধবার (৫ জুন) রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিবাদন জানান।
এমপি রতন বলেন, সংগঠন যার যার উৎস সবার। সব ভেদাবেদ ভুলে গিয়ে আসুন সবাই মিলে বঙ্গবন্ধু আর্দশকে এগিয়ে নিয়ে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। এছাড়া তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান। আগামী দিন হোক উজ্জ্বল ও আলোকিতময় এই প্রত্যাশা জানিয়ে সবাইকে ঈদ মোকারক জানান। ঈদ মোকারক।