রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সম্ভাবনা সমৃদ্ধি, হাওর বান্ধব, কৃষি বান্ধব, শিক্ষা বান্ধব ও উন্নয়নমুখী ২০১৯-২০২০ নতুন বাজেট প্রনয়ণ করায় জননেত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় উপজেলার প্রাণকেন্দ্র শান্তিগঞ্জ বাজার আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি ভান্ডারী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, জয়কলস ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ সুহেল, সাধারণ স¤পাদক ইমরান হোসেন তালুকদার, সাংগঠনিক স¤পাদক সমিরন দাস সুবীর, দপ্তর স¤পাদক জুয়েল দাস, ছাত্রলীগ নেতা এ এস জনি, নাইম আহমদ শান, শাহনুর আহমদ সুলতান, শুয়েব মিয়া প্রমুখ।