রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ফেনারবাক ইউনিয়নে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বন্যা ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি ইউনিয়নে ২শত ৪০টি ক্ষতিগ্রস্থ পরিবারে মধ্যে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ত্রাণ বিতরণ করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলার একাডমেী সুপারভাইজার মো. আব্দুল মুকতি, ফনোরবাক ইউপি চেয়ারম্যান করুনা সন্ধিু তালুকদার, ইউপি সচিব অজতি কুমার রায়, ইউপি সদস্য অজতি সরকার, বকুল ময়িা, দপিক তালুকদার, আসাদ আলী, আলী আহমদ, মল্টিন খন্দকার, মোশারফ হোসনের্ প্রমুখ।
স্বাস্থ্য সেবার পাশাপাশি চাউল, মুড়ি, চিড়া, গুড়, মোমবাতি সহ ম্যাচ বিতরণ করা হয়। দূর্যোগ কবলিত এলাকা আমানী পুর, বষ্ণিুপুর, আব্দুল্লাহপুর, শরীফপুর, হঠামারা, নাজমিনগর সহ ১৫টি গ্রাম। ইউপি সচবি অজতি কুমার রায় বলনে, পানি কমে গলেে ভাল, যদি পানি বৃদ্ধপিায় তাহলে আরও ২০টি গ্রামে ত্রাণ বতিরণ করতে হবে।