আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবের প্রধান ধর্মীয় নেতা বলেছেন যে মক্কার মিনায় পদদলিত হয়ে ৭১৭ হজযাত্রীর মৃত্যুর ঘটনা ‘মানুষের নিয়ন্ত্রনের বাইরে’ ছিল। হজের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে সৌদির আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম। গত সিকি শতাব্দীর মধ্যে হজের সময় ভয়াবহ ওই ঘটনার পর সৌদিআরব হজযাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে সমালোচনার মুখে রয়েছে। শুক্রবার মিনায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের সাথে এক বৈঠকে গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ বলেন, ‘যা ঘটেছে তাতে আপনারা (সৌদি সরকার) দায়ী নয়।’ সৌদি প্রেস এজেন্সি শনিবার এ খবর ছেপেছে। ‘যেসব ঘটনা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য আপনাদের দোষারোপ করা যায় না। ভাগ্য ও নিয়তি অলঙ্ঘ্যনীয়,’ নায়েফকে বলেন শেখ আবদুল আজিজ।