শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সদর উপজেলার সুরমা ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
রবিবার (১৪ জুলাই) দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০০ পরিবারের মধ্যে শুকনো খাবার প্যাকেট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নুসরাত ফাতিমা, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার ডিলার, সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা মানিক মিয়া, জেলা জাতীয় পার্টির নেতা হাজী হেলাল প্রমুখ।
উল্লেখ্য, তিন শতাধিক পরিবারের মধ্যে দশ কেজি করে চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, দুই কেজিন চিড়া, এক কেজি চিনি, এক কেজি লবণ, ৫০০ গ্রাম নুডলস দেয়া হয়।