শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরাঞ্চল বেহেলী ইউনিয়নে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার দিনব্যাপি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারে মধ্যে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ত্রাণ বিতরণ করেন বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, ইউপি সচিব মো. হান্নান মিয়া, ইউপি সদস্য খোকন মিয়া, ইউপি সদস্য বিউটি রানী পাল প্রমুখ।
স্বাস্থ্যসেবার পাশাপাশি চাউল, মুড়ি, চিড়া, গুড়, মোমবাতিসহ ম্যাচ বিতরণ করা হয়। দূর্যোগ কবলিত এলাকার বিভিন্ন গ্রাম।
বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম তালুকদার বলেন, তিন দিনব্যাপী ৬শত পরিবারের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়। পানিবন্ধী আরও ৮শত পরিবার রয়েছে। ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় ও স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি জামালগঞ্জ উপজেলাকে হাওর অঞ্চল ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর অনুরোধ জানাচ্ছি।