মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বন্যা ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী ৯শত ৮৩টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে দুয়োগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ত্রাণ বিতরণ করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান আলী, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদান, ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য আসাদ আলী, মিল্টন সরকার, উপজেলা নির্বাহী কার্যালয়ে অফিস সহকারি মো. ফারুক মিয়া, জনস্বাস্থ্য সিসিটি রাজিব দত্ত প্রমূখ।
জানা যায়, ৫ দিন ব্যাপী ত্রাণ বিতরণ করেন ৯শত ৮৩টি পরিবারের মাঝে।
স্বাস্থ্যসেবা পাশাপাশি চাউল, চিড়া, মুড়ি, গুর, নুডুস, চিনি, তৈল, মোমকাতিসহ ম্যাচ বিতরণ করা হয়। দুযোগ কবলিত এলাকা আমানীপুর, বিষ্ণুপুর, নিধিরপুর, আলীপুর, আব্দুল্লাহপুর, কামধরপুর, হঠামারা, নাজিমনগর, ফেনারবাকসহ ২৫টি গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে।
প্রিয়াংকা পাল বলেন, পানি কমে গেলে ভাল, যদি পানি বৃদ্ধিপায় তাহলে আরও ১৫টি গ্রামে ত্রাণ বিতরণ করতে হবে।