সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সেবা শান্তি প্রগতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার অনুষ্টিত হয়।
শনিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ৭১ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জামালগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ আমান-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. আনফর আলী টুকু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ-সভাপতি বিধান রায়, মো. আলমগীর, মো. নুর হোসেন, জাকির হোসেন চৌধুরী লিটন, ওয়ালী উল্লাহ, জালাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পিকলু তালুকদার, হেলাল আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক আল আরাফাত রুবেল, সোহেল ম্য়িা, সদর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহসান, যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিম আল উসমানী সজল, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সজিবসহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়-এর জম্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়েছে।