রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৫ টন চোরাই কয়লা বোঝাই ১৯টি বারকি নৌকা আটক করেছে বিজিবি। আটককৃত মালামালের মূল্য ৪লক্ষ ৩০ হাজার টাকা। যাদুকাটা নদীপথে নৌকা দিয়ে ভারত থেকে চোরাই কয়লা আনার খবর পেয়ে বিজিবি সদস্যরা যাদুকাটা নদীতে রবিবার অভিযান চালিয়ে ৫ টন ভারতীয় কয়লাসহ ১৯টি বারকি নৌকা আটক করে। কিন্তু কাউকে গ্রেফতার করেনি। এ ব্যাপারে সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি, পরিত্যক্ত অবস্থায় নৌকা ও কয়লা উদ্ধার করা হয়েছে।