রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরুদের জেরে মালিকানাধীন রের্কডীয় সম্পত্তি থেকে চিরতরে উচ্ছেদ করার পায়ঁতারা এবং কীটনাশক প্রযোগ করে ব্যক্তি মালিকানা পুকুরের মাছ ও কলাবাগানের মারাত্মক ক্ষয়ক্ষতি করার অভিযোগ উঠেছে।
জানা যায়, যশপ্রতাব মৌজাস্থিত রের্কডীয় ভূমির মালিক উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মো নজরুল ইসলাম ক্ষতিপূরণ চেয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয় বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত পূর্বক ক্ষতিপূরণের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। এদিকে গণস্বাক্ষরিত গ্রামবাসীর পক্ষে মো কবির হোসেন উপজেলা ভূমি অফিস বরাবরে অভিযোগ করলে অফিসার ইনর্চাজ তাহিরপুর থানাকে ক্ষতিপূরণের বিহিত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
অভিযোগে উল্লেখ্য যে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্রভাবশালী ইউপি সদস্য ভূমি খেকো সিন্ডিকেট চক্রের মূল হোতা ও ওয়ার্ড যুবদলের সভাপতি মো শের আলী ও একই গ্রামের জয়েদ আলীর ছেলে ইব্রাহিম, হাছান আলী, সুলেমান মিয়াগংরা মিলে অসৎ উদ্যেশ্যে কীটনাশক প্রয়োগ করে পুকুরের মাছের মারাত্মক ক্ষতি ও অধিকাংশ সময় পানি নিষ্কাশনের সুযোগ বন্ধ রেখে কলাবাগানের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাবক্রমে আদায়ের বিষয়ে এবং যশপ্রতাব মৌজাস্থিত ভোলাখালী হেকিমের বাড়ি হতে ননাই গ্রামের মিলন মিয়ারবাড়ি পর্যন্ত এককভাবে অবৈধ নেট জাল বসিয়ে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা বন্ধ করে অবৈধ ভাবে মাছ চাষ ও গ্রামবাসীকে গায়ের জোরে হুমকি দামকি এবং মারধর করতে এগিয়ে আসার বিষয়ে ১ম পক্ষ কর্তৃক দুটি অভিযোগ দাখিল করেছেন।
পরবর্তীতে সহকারি কমিশনার ভূমি মো মুনতাসির হাসান ২য় পক্ষ মো শের আলী, ইব্রাহিম আলী, হাছান আলী, সুলেমান মিয়াকে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে নিন্ম সাক্ষরকারীর কার্যালয়ে শুনানীতে অংশ গ্রহন করার নোটিশ প্রদান করেন।
এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি জানান, সহকারি কমিশনার ভূমি মো মুনতাসির হাসান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।