শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস, পূর্ব বীরগাঁঁও, শিমুলবাঁক, পূর্ব পাগলা ইউনিয়নে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী জয়কলস ইউনিয়নে ১ হাজার ৭ শত ১৩ জন হতদরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষে সরকারের বরাদ্ধকৃত ১৫ কেজি করে বিজিএফের চাল বিতরণ করেন জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া। পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭শত ২০ জনকে ১৫ কেজি বিজিএফের ও ৪ শত জনকে ১০ কেজি করে জিআরের চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান নুর কালাম, শিমুলবাঁক ইউনিয়নে ১৩ শত ৫৫ জনকে ১৫ কেজি বিজিএফের চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব পাগলা ইউনিয়নে ৯ শত ৮৮ জনকে ১৫ কেজি বিজিএফের ও ২ শত জনকে ১০ কেজি করে জিআরের চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্ব-স্ব ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা,সচিব ও ইউপি সদস্যবৃন্দ ।