রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান(বিপিএম) বলেন আইন শৃংখলা বাহিনীর সদস্য ও সাংবাদিকদের মধ্যে একটি সৌহাদ্যপূর্ণ সর্ম্পক রয়েছে। আইন শৃংখলা সহ সার্বিক পরিস্থিতি নিয়স্ত্রনে রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা একান্ত জরুরী। কাজেই আগামীতে সুনামগঞ্জের সুনাম অব্যাহত রাখতে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন। দেশ ও রাষ্ট্রের উন্নয়নে পুলিশ এবং গণমাধ্যমকর্মীরা একে অপরের সহায়ক হিসেবে কাজ করতে হবে । তিনি বুধবার বিকেল সাড়ে ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্সরুমে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্বে বক্তব্যে এসব কথা বলেন।
সভায় এ সময় বক্তব্য রাখেন পদোন্নাতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান মিজান,অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মাহবুবুর রহমান,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুর রহমান,ট্রাফিক ওসি মোঃ সামছুল আলম,ডিবি ওসি কাজী মোক্তাদিক হোসেন চৌধুরী,ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা,ডিআইও টু আব্দুল লতিফ তরফদার,সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ,সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,দৈনিক সংবাদের প্রতিনিধি লতিফুর রহমান রাজু,সাংবাদিক ফোরামের সহ সভাপতি ও দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরী,সাধারন সম্পাদক ও দৈনিক হাওরাঞ্চলের কথার সম্পাদক ও প্রকাশক মোঃ মাহতাব উদ্দিন তালুকদার,সংগঠনেক সহ সভাপতি ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার,দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার,আল হেলাল,দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি শাহজাহান চৌধুরী,সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র,ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মোঃ জাকির হোসেন.দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার শহীদ নুর প্রমুখ। এই নবাগত পুলিশ সুপার বুধবার সকাল ১০টায় দায়িত্বভার প্রহন করেন।