সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আরোচনা সভায় মিলিত হয়।
র্যালী পূববর্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্বীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, বিশেষ অতিথি সংরক্ষিত মহিলা এমপি মোছা: শামীমা আক্তার খানম, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ওসি সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, মো. রজব আলী, অসীম চন্দ্র তালুকদার, জামালগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল বিন বারী, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি এমপি রতন বলেন, সেই স্বপ্নগুলো সময়ের ব্যবধানে নির্মল মৃত্যুর আগমনে কোথায় যেন হারালো, সেই হারানো স্বপ্নগুলো থাকে বেদনার স্মৃতি দিয়ে মোড়ানো। জাতির জনক বঙ্গবন্ধু ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আমরা গভীর ভাবে শোকাহত। আসুন অন্যায়ের পথে রুখে দাঁড়াই, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারব। বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ি।