সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার বংশী কুন্ডা উত্তর ইউনিয়নে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের মহিষখলা বাজারে গণ সংবর্ধনা আয়োজন করেন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এতে সভাপতিত্ব সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ ও যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায়। সংবর্ধীত অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। বিশেষ আলোচক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ধর্মপাশা উপজেলা সহ সভাপতি আলমগীর কবির, মধ্যনগর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোবারক হোসেন, মধ্যনগর থানা যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, চেয়ারম্যান বিল্লাল হোসেন প্রমুখ।
এছাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ এ উপলক্ষে ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের আয়োজনে একটি বিশাল মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. আলমগীর কবির, সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম, সহ সভাপতি জিয়াউল হক, রহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক ওয়াসীম মিয়া সহ সংবর্ধনায় এসে মিলিত হয়।