মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : গায়কী কিংবা অভিনয়-দর্শকপ্রিয়তায় নিজস্ব অবস্থান তার। অবশ্য তার চেহারা আর স্টাইলিং নিয়েও ভক্তদের মধ্যে রয়েছে গর্ব। তবে হজ শেষে বদলে গেছে প্রিয় তারকার চিরচেনা চেহারা। পবিত্র হজ পালন করে দেশে ফিরছেন সঙ্গীতশিল্পী তাহসান। গত ২ সেপ্টেম্বর রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মাকে নিয়ে সৌদিআরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। এদিকে সৌদিআরবের মক্কায় পবিত্র মসজিদ আল হারামের (গ্র্যান্ড মসজিদ) বর্ধিতাংশের নির্মাণ কাজের সময় ছাদ থেকে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় তাহসানকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবার ও ভক্তরা। কিন্তু ট্রাজেডির সময় তিনি মদিনায় অবস্থান করছিলেন, তাই বেঁচে যান দূর্ঘটনা থেকে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হজের আনুষ্ঠানিকতা শেষ করে মাকে নিয়ে ঢাকায় ফিরছেন তাহসান।