সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
‘বাংলাদেশ অর্থনীতি প্রতিদিন’ এর প্রধান সম্পাদক ও রয়টার এর সাবেক বাংলাদেশ প্রতিনিধি আতিকুল আলমের ইন্তেকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, “আতিকুল আলম প্রায় ৫ দশকের সাংবাদিকতা জীবনে তাঁর পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীন সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে তিনি যে নিরলস ভূমিকা পালন করেছেন তা তাঁর সতীর্থরা শ্রদ্ধার সঙ্গেই মনে রাখবেন বলে আমার বিশ্বাস।” তিনি আরো বলেন, গণতন্ত্র ও মুক্ত মত প্রসারে তাঁর ভূমিকার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।