রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব। শনিবার সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, মিজানুর রহমান, হিমাদ্রী শেখর ভদ্র, একে কুদরত পাশা, সিরাজুল ইসলাম শ্যামল, সামছুল কাদির মিসবাহ, আমিনুল হক, জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, কেজি মানব, আনোয়ার হোসেন, শহীদ নুর আহমদ, ফরিদ মিয়া, শাহরিয়ার সুমন, আব্দুস সালাম, তৌহিদ চৌধুরী প্রদীপ, আশিশ রহমান। বক্তারা বলেন, পীর হাবিব তার কর্ম, মেধা এবং মননের কারণে যে স্থানে পৌঁছে গেছেন সেখানে তার সমালোচনা করতে হলে কিছুটা যোগ্যতা থাকা লাগবে – তাকে অপমান করার জন্যও বুদ্ধিশুদ্ধি দরকার এবং তাকে খাটো করার চেষ্টার জন্য অনেক নির্ভুল প্রমাণ দরকার। পীর হাবিব সুনামগঞ্জ তথা দেশের গর্ব। তিনি সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলেন। এ কারণে তার কথায় অনেকের গাত্রদাহ হয়। তারাই পীর হাবিবের প্রতি ঈর্শান্বীত হয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে একটি এডিট করা ভিডিও তারনামে চালিয়ে তার সম্মানহানির চেষ্টা করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।