শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
নবী প্রেমিক তাওহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে পুলিশ বাহিনীর গুলী চালানো এবং নিরপরাধ নবী প্রেমীদের নির্মম হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম ইউকের উদ্যোগে অদ্য 22 অক্টোবর মঙ্গলবার লন্ডনের মারকাজুল উলুম মিলনায়তনে বাদ জুহর প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুফতি আবদুল মুনতাকিম-এর সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম ইউকের সদস্য সচিব মাওলানা সৈয়দ তামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউকে ও ইউরোপের সমন্য়কারী প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউকে এবং ইউরোপ নেতৃবৃন্দ যথাক্রমে মাওলানা আব্দুল মজিদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মুফতি মুতাহির সিদ্দিক, হাফিজ মাওলানা মুশতাক আহমদ, হাফিজ মাওলানা রশিদ আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শুয়াইব আহমদ বলেন বাংলাদেশে পুলিশ বাহিনী যেভাবে নির্বিচারে গুলী করে নবী প্রেমীদের হত্যা করেছে এর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের কাছে নেই। প্রকৃত দোষীদের যদি দৃষ্টান্ত মূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পরিস্থিতিকে সামাল দেয়া সরকারের পক্ষে সম্ভব হবে না। পরিস্থিতি কে নিয়ন্ত্রণের মধ্যে রাখার একমাত্র উপায় দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা।
সভাপতির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন প্রকৃত দোষীদের চিহ্নিত করার মাধ্যমে ইসলাম বিদ্বেষী চক্রের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা সরকারের প্রধান কর্তব্য। কাদের ইশারায় এতবড় হত্যাকান্ড চালানো হল? কোটি কোটি তাওহিদী জনতার হৃদয়ে মারাত্মক আঘাত হানার মাধ্যমে পরিস্থিতি কে বিনষ্ট করা হলো। তা উদঘাটন করা এবং প্রকৃত দোষীদের বিচার করা সময়ের সবচে’ বড় দাবি। এমন ঘটনা দ্বারা সু স্পষ্ট যে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে চরম ইসলাম বিদ্বেষীরা চেপে বসে আছে। এদের বিরুদ্ধে যদি সরকার বিহিত ব্যবস্থা না নেয়, তাহলে ইসলাম, মুসলমান এবং মসজিদ মাদ্রাসার পক্ষে সরকারের বক্তব্য সমুহ মুখ রুচক বুলি আওড়ানো ছাড়া যে কিছু না, তা স্পষ্ট। সভা শেষে শহীদানদের দরজা বুলন্দীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।