রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সুনামগঞ্জের প্রবাসী ও শিল্পনগরী অধ্যুষিত ছাতক উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২০১৯ ইং সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে হলরুমে সংগঠনের ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি ও কাউন্সিলের সমন্বয়ক শামিম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সংগঠনের সাবেক সাধারন সম্পাধক সাকির আমিনের যৌথ পরিচালনায় কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
কাউন্সিল পুর্ব আলোচনা সভায় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্ধ তাদের বক্তব্যে বলেন, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিকদের উপর পেশাগত দায়িত্বপালনকালে কিংবা সংবাদ প্রকাশের জের ধরে হামলা,মিথ্যা মামলা, হয়রানী ও নির্যাতন প্রতিরোধে সকল ভেদাভেদ ভুলে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে এ ছাড়া কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ না হলে সাংবাদিকদের অধিকার ও দাবি আদায় সম্ভব নয়।
কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, ঢাকা জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর, ছাতক পৌর মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএসএফ’ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ফরিদ মিয়্, সদস্য সচিব সিরাজুল ইসলাম শ্যামল, সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, কবি ও সাহিত্যিক এটি এম কয়েছ, সাংবাদিক আরিফুর রহমান মানিক, উসমান গনি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখারসহ সভাপতি মেহেদী হাসান সুহেল, সাধারন সম্পাদক লুৎফুর রহমান খান যুগ্ম সম্পাদক ফজল উদ্দিন ফজল, সহ সাংগঠনিক সম্পাদক সাকের রহমান বাবুল, প্রচার সম্পাদক ছালেহ আহমদ রাসেল, দপ্তর সম্পাদক সাজু মিয়া প্রমূখ।
দ্বি-বার্ষিক কাউন্সিলে বিএমএসএফ ছাতক শাখার সদস্যদের ভোটে শামিম আহমদ তালুকদার সভাপতি, নুর উদ্দিনকে সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ফজল উদ্দিন নির্বাচিত হন।