বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
ভোলার বোরহান উদ্দিনে ধর্মপ্রান মুসলমানদের উপর গুলি ও হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
আজ বুধবার দুপুরে শহরের পুরাতন বাসট্যান্ড এলাকায় পুলিশি বাধা উপেক্ষা করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, বিএনপি নেতা ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, এড. শাহিনুর রহমান শাহিন, গৌরারং ইউপি চেয়ারম্যান মোঃ ফুল মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, ভোলায় হযরত মোহাম্মদকে নিয়ে যে বা যারা কটুক্তি করে ইসলামের অবমানননা করেছে সরকার তাদের সার্পোট দি”েছ। এই ভোটার বিহীহ সরকার ইসলামে বিশ^াসী নয় বলেই দেশের বৃহত্তর জনগোষ্ঠির কথার কোন মূল্যায়ন করছে না। কাজেই এই সরকারের ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই। তাই অবিলম্বে সরকারের পদত্যাগ এর দাবী জানান।