শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের জন্য নিযুক্ত বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ কর্তৃক অন্য ইউনিয়নে সার বিক্রির প্রতিবাদে ও সেলবরষ ইউনিয়নে মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজের ডিলারশীপ স্থায়ীভাবে স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সেলবরষ ইউনিয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সেলবরষ ইউনিয়নবাসী এ মানব বন্ধনের আয়োজন করে।
এতে কৃষক লিটন মিয়া, মিজানুর রহমান চৌধুরী, আলীনূর মিয়া, তোলা মিয়া, মোশারফ হোসেন, মোস্তাহিদ মিয়া, শেখ মোহাম্মদ মোবারক হোসেন, বশির আহমেদসহ সেলবরষ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকেরা বক্তব্য দেন।