শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া স্থল শুল্ক স্টেশন হতে অভিনব পদ্ধতিতে ট্রলারযোগে (নৌযান) বিদেশি মদের চালান ও কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার সকালে জব্দ তালিকা শেষে বিদেশি মত, কয়লা, ট্রলার সুনামগঞ্জ কাস্টমস শুল্ক বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিপ্তরে জমা দেয়া হয়।
২৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মো. মাকসুদুল আলম যুগান্তরকে জানান, বড়ছড়া শুল্ক স্টেশন হতে ইঞ্জিন নৌকায় করে পাটালাই নদীর নৌপথে কয়লার সাথে বিদেশিমদ নিয়ে যাবার পথে বালিয়াঘাট বিওপির বিজিবি টহল দল ট্রলারটি পরিত্যক্ত অবস্থায় বৃহস্পতিবার আটক করেন।
এরপর ওই ট্রলার থেকে ১০ হাজার কেজি (কয়লার বস্তা) ও বস্তার ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিদেশিমদ উদ্ধার করা হয়। বিদেশি মদ কয়লা ও ট্রলারের জব্দকৃত মুল্য প্রায় ৩ লাখ ৩৪ হাজারর ৫০০ টাকা।
বিজিবি দায়িত্বশীল ও নিজস্ব গোয়েন্দাদের ধারণা তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী এ তিন স্থল শুল্ক স্টেশন হতে আমদানিকৃত ও সীমান্তের বিভিন্ন ঘাট ব্যবহার করে চোরাই পথে নিয়ে আসা কয়লা-চুনাপাথর, অন্যান্য পাথর সারাদেশে নৌপথে পরিবহনকালে বিশেষ কায়দায় এসব নৌযানে করে বিদেশি মদ, গাজাঁসহ অন্যান্য মাদকদ্রব্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার কাজে জড়িত হয়ে পড়েছে বেশক’টি মাদক কারবারী চক্র।