মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
ঠাকুরগাঁওয়ে একটি ছাত্রাবাস থেকে মিরাজুল ইসলাম মিরাজ (১৮) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে পৌর শহরের গোবিন্দনগর এলাকার এ,এন ছাত্রাবাস থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার হয়। সে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাওয়ার টেকনোলজি বিভাগের তৃতীয় সেমিন্টারের ছাত্র। তার বাড়ি দিনাজপুর জেলার বাহাদুর বাজার বলে জানা গেছে।
মিরাজের রুম মেট নঈম ইসলাম জানায়, রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। সকাল সাড়ে ৮টার দিকে উঠে দেখি মিরাজের দেহ ফ্যানের সাথে ঝুলে আছে। প্রেম ঘটিত বিষয়ের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তার।
সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।