শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
পিয়াজ সিন্ডিকেট, মজুদদারী কালোবাজারী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে শুক্রবার বাদ আসর দিরাই থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শায়েখ মাওলানা মাহবুবুল হক চৌধুরী সভাপতিত্বে ও সেক্রেটারী শায়েখ মুহিউদ্দীন কাসেমীর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুখতার হুসেন চৌধুরী, দিরাই উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরী, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমান, দিরাই উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফিজ শিব্বির আহমদ সরদার, দিরাই উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল হক চৌধুরী, দিরাই উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারী হাফিজ জিয়াউল করিম প্রমুখ।
উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল লতিফ, দিরাই উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা হেলাল আহমদ, মাওলানা তৌহিদুল ইসলাম দবির, মাওলানা আজমল হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুর আলী, মাওলানা শরিফ জামিল, ফয়সল আহমদ খোকন, মাওলানা উবায়দুল্লাহ তাহমিদ, মাওলানা আসাদ আহমদ ও মাওলানা আইয়ুব খান প্রমুখ।