আমার সুরমা ডটকম:
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় মহান বিজয় বিদস উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ।
বিগত বছরের ন্যায় সনাকের অঙ্গসংগঠন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন); ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সুনামগঞ্জের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে দিবসটি উদযাপন করেছে সনাক, সুনামগঞ্জ। এ উপলক্ষ্যে সকাল ৭টা ৫ মিনিটে সনাকের পক্ষ হতে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জালী অর্পণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত বাণীতে সনাক সদস্য যোগেশ^র দাশ বলেন, স্বাধীনতার অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি। আজ বাংলাদেশ উন্নয়নের পথে অনেক দূর এগিয়ে গেলেও আমাদের আরও অনেক বেশি এগিয়ে যাওয়ার কথা ছিলো। আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে যেতে পারিনি। এর প্রধান কারণ ‘দুর্নীতি’। আজ বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে শূণ্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। আমাদের সকলেরও উচিত বাংলাদেশ সরকারের দুর্নীতির বিরুদ্ধে শূণ্য সহনশীলতার নীতিকে অনুসরণ করা। তিনি সকলের প্রতি আহ্বান করে বলেন, আসুন আমরা শপথ করি, নিজে দুর্নীতি করবো না এবং দুর্নীতিকে সহ্যও করবো না। তাহলেই আমরা আমাদের স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো। দুর্নীতিমুক্ত ‘সোনার বাংলা’ গড়তে পারবো।
এ সময় সনাক সহসভাপতি কানিজ সুলতানা, সনাক সদস্য নির্মল ভট্টাচার্য্য, স্বজন সদস্য পরিতোষ চন্দ্র, আশরাফুজ্জামান বাবলু, রাজু আহমেদ, ইয়েস দলনেতা তুষার তালুকদার, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ এবং টিআইবি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।