জামেয়া রেঙ্গার শতবার্ষিকী ও দস্তারবন্দি মহাসম্মেলনের দ্বিতীয় দিন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসেম্মলনের আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে উল্লামা সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয়। মহাসেম্মলনে ধর্ম প্রতিমন্ত্রী জামেয়া তাওয়াক্কুলি রেঙ্গার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে জামেয়া রেঙ্গাসহ কওমি মাদ্রাসা আছে বলেই আমরা ইসলাম ধর্মের সঠিক বিষয়াবলী জানতে পারছি। এজন্য আমাদের সরকার কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিয়েছে। ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের সরকার কওমি মাদ্রাসাগুলোকে আরো মূল্যায়ন করবে। তিনি আরো বলেন, ইসলামি শিক্ষা না থাকলে আমাদের অস্তিত্বই থাকবে না।
শতবর্ষী এই জামেয়ায় ছিল আজ ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভীড়। শীতের রাতেও বিশাল ফেণ্ডাল লোকেলোকারণ্য থাকে। চার অধিবেশনে অনুষ্ঠিত মহাসেম্মলনের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন জামেয়ার সরপরস্ত মাওলানা শামসুল ইসলাম খলিল, আযাদ দ্বীনী এদ্বারায়ে তালিম বাংলাদেশ বোর্ডের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, দারুল উলুম কানাইঘাটের মুহতামিম শায়েখ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী, দারুল উলুম মইনুল ইসলাম হাটজারীর সিনিয়র মুহাদ্দিস মাওলানা শেখ আহমদ, জামেয়া মাদানিয়া দারুস সালামের শাইখুল হাদিস মুফতি ওলিউর রহমান, জামেয়ার শিক্ষাসচিব মাওলানা গোলাম মোস্তফা, সুরাইঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল হক, মাওলানা শফিকুল আহাদ দিরাই, মাওলানা এজাজ আহমদ প্রমুখের সভাপতিত্বে নসিহত পেশ করেন মাওলানা ইউসুফ আলি আসাম, বাফাকুল মাদারিস শিক্ষাবোর্ড বাংলাদেশের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা শাহ মুহাম্মদ তৈয়ব জিরী চট্টগ্রাম, মাওলানা ফুরকান উল্লাহকে খলিল চট্টগ্রাম, মুফতি রশীদ আহমদ বরুনী, প্রফেসর হামিদুর রহমান, মাওলানা সাজিদুর রহমান ব্রাক্ষ্মণবাড়িয়া, মাওলানা মুফতি আব্দুল মালিক ঢাকা, মুফতি আবুল বাশার মু. সাইফুল ইসলাম ঢাকা, মুফতি দেলোয়ার হুসাইন ঢাকা, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সাবেক ধর্মপ্রতিমন্ত্রী, ড. আ ফ ম খালিদ, মুফতি সামসুদ্দিন জিয়া পটিয়া,মাওলানা শায়েখ আব্দুল মতিন ঢাকা, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা ইউসুফ আহমদ হরিপুর, মাওলানা আহমদ মায়মুন ঢাকা, মুফতি আবদুল মুনতাকিম লণ্ডন, মাওলানা তাহমিদে মাওলা, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী প্রমুখ।
মাওলানা মুতিউর রহমান, মাওলানা জহিরুল ইসলাম ও মাওলানা যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে চট্টগ্রাম জিরি মাদ্রাসার শাহ মুহাম্মদ তৈয়ব বলেন, ‘এখলাস ছাড়া কেউ বুজুর্গ হতে পারে না।