বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
নতুন বছরের প্রথম দিনেই সুনামগঞ্জের দিরাইয়ের শিশুরা পেল নতুন বই। বই পেয়ে তারা যার পর নাই আনন্দে আত্মহারা! উপজেলার পৌরশহরের দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিউল্লাহ, পৌরসভার মেয়র মো: মোশাররফ মিয়া, আওয়ামী লীগ নেতা এডভোকেট অভিরাম তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।
এদিকে একই দিনে উপজেলার সবকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সরকার প্রত্যাশিত নতুন বছরের বই বিতরণ করা হয়।