সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার ১ম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পিএইচ.ডি ডিগ্রী (সনদ) গ্রহণ করেছেন।
উল্লেখ্য, তিনি গত ৭জানুয়ারী-২০১৮ খ্রি. ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ৪র্থ সমাবর্তনে মাহমান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এম ফিল ডিগ্রী লাভ করেন। একইভাবে ২০০২ খ্রি. ও ১৯৯৯ খ্রি. ইসলামি বিশ্ববিদ্যালয়ের ২য় ও ৩য় সমাবর্তনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
এদিকে হাফিয মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের কাছ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। তারা সৈয়দ রেজওয়ান আহমদের জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। অভিনন্দন প্রকাশকারীরা হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও মারকাজুল উলূম মাদরাসা লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী ও দৈনিক ইনকিলাব পত্রিকার দিরাই উপজেলা সংবাদদাতা ও জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।