রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর (দৌলতপুর রোডে) নব প্রতিষ্ঠিত হাজী কুরবান আলী প্রি-ক্যাডেট একাডেমি উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের দুইশত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকের উপস্থিতিতে একাডেমির পরিচালক শেখ রনির সভাপতিত্বে ও আমির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব বাবু অমর চাঁদ দাস, দিরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ৪নং চরনারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নির্মল রায় চৌধুরী বুলবুল, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক অসিত বরণ চৌধুরী, কে এম সুলতান মাহমুদ সুপার শ্যামারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আব্দুল হেকিম, ফজলু মিয়া, আজিজুর রহমান ধন মিয়া, চাঁনু চৌধুরী, আজিজুল হক, মাস্টার রুস্তম আলী, মাস্টার আবুল খায়ের, প্রভাষক মুস্তাহার মিয়া মুস্তাক, ধন মিয়া, এনামুল হক মাসুমসহ অনেকেই। বক্তারা বলেন, হাওরপাড়ে এমন একটি বিদ্যালয় পেয়ে এলাকাবাসি আনন্দিত।
একাডেমির পরিচালক শেখ রনি বলেন, আমরা লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষাত্রীদের গড়ে তুলতে চাই যার মাধম্যে হাজী কুরবান আলী প্রি-ক্যাডেট একাডেমির ছাত্র-ছাত্রীদের আলাদা ইমেজ তৈরি হবে।