রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
জমিয়তে উলামায়ে ইসলাম এবং নেজামে ইসলাম এর সংগ্রামী নেতা হযরত মাওলানা আতহার আলী সিলেটী (রহঃ) এর সাহেবজাদা, জামেয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রিন্সিপাল, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি হযরত মাওলানা আযহার আলী আনোয়ার শাহ গতকাল বুধবার ২৯ জানুয়ারী ইন্তেকাল করেছেন। হযরতের জানাযা আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে লাখো জনতার অংশগ্রহণে সম্পন্ন হয়।
হযরতের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইউকে জমিয়ত নেতৃবৃন্দ।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, উপদেষ্টা হাফিজ শায়খ সৈয়দ ইমাম উদ্দীন, সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, হাফিজ মাওলানা সৈয়দ তছদ্দুক আহমদ, মাওলানা ফখরুদ্দীন সাদিক, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা শাহ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আওলাদ হুসেন জগদলী, জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আশফাকুর রহমান, মাওলানা শামসুল আলম ক্বিয়ামপূরী, হাফিজ মাওলানা আব্দুল হক, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্বিক, মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুস সামাদ, মাওলানা আখতারুজ্জামান, হাফীজ জিয়াউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, আন্তর্জাতিক সম্পাদক হাফিজ মাওলানা ইলিয়াস, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, মিডিয়া সেক্রেটারি মাওলানা খালেদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন বিশনাথী, ওয়েলফেয়ার সেক্রেটারি সৈয়দ আরজু মিয়া প্রমুখঃ
এক যৌথ বিবৃতিতে বলেন হযরত মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ছিলেন বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম এবং ইসলামী চিন্তাবিদ। উলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা’র একজন অভিভাবক হিসেবে যে দীর্ঘকালীন খেদমত আঞ্জাম দিয়েছেন তা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ স্বরণ করবে।
নেতৃবৃন্দ ক্ষণজন্মা ব্যক্তিত্ত্ব হযরত মাওলানা আযহার আলী আনোয়ার শাহ সাহেবের দীর্ঘকালীন খেদমতের কবুলিয়াত ও মাগফিরাত কামনা কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজন ও শোকাহত জনতার প্রতি গভীর সমবেদনা জানান।