সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
( ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা ছাত্রদল আয়োজনে শহরের পুরাতন বাস্ট্রেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে করতে চাইলে কামারখালী পয়েন্টে পুলিশ বাধাঁ দেয়। পরে সেখানেই নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট বিভাগের কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো.রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক য্গ্মু-সম্পাদক আজিজুর রহমান সৌরভ, শাহ মোহাম্মদ ফরহাদ, মুমিত ইসলাম, সাবেক সাংগঠনিক সংসম্পাদক হাবিবুর রহমান হাবিব, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাজপথে থেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা সকল আন্দোলন সংগ্রামে শরীক থাকব। অবৈধভাবে এই সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্ধী করে রেখেছে এই অবৈধ সরকার। আইনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না তাই রাজপথে আন্দোলন মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।