বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিকদের অংশগ্রহণমূলক বৈঠকের মাধ্যমে ৯ ফেব্রুয়ারি রোববার রাতে সেন মার্কেটের অস্থায়ী কার্যালয়ে ‘দিরাই সাংবাদিক ফোরাম’ নামে একটি কমিটির আত্মপ্রকাশ হয়েছে। প্রবীণ সাংবাদিক, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দিরাই নিউজের ডটকমের সম্পাদক ইয়াহিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভার পত্রিকার দিরাই উপজেলা সংবাদদাতা এবং আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি এবং কালের সিলেট ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সুজন মিয়া, গ্লোবাল সিলেট ডটকমের সম্পাদক ও দিরাই অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইকবাল আহমদ, দি সিলেট টাইমস ডটকমের সম্পাদক, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের সময়ের দিরাই প্রতিনিধি সজিব রশিদ চৌধুরী, আমাদের নতুন সময় পত্রিকার দিরাই প্রতিনিধি ও জনতারকণ্ঠ ডটকমের সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, জনতার কণ্ঠের বার্তা সম্পাদক এস এম উমেদ আলী, ইদু খান, আমার সুরমা ডটকমের স্টাফ রিপোর্টার সাইফুর রহমান, দিরাই নিউজর নির্বাহী সম্পাদক জাহেদ আহমদ।
পরে সর্বসম্মতিক্রমে ইয়াহিয়া চৌধুরীকে সভাপতি, মুহাম্মদ আব্দুল বাছির সরদারকে সাধারণ সম্পাদক ও জাকারিয়া হোসেন জোসেফকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি ইকবাল আহমদ, সজিব রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন (দি সিলেট টাইমস), মোঃ জাহেদ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ রায়হান মিয়া, প্রচার সম্পাদক ইদু খান, সাহিত্য সম্পাদক এস এম উমেদ আলী, নির্বাহী সদস্য সুজাত আহমদ (আমার সুরমা ডটকম), আবিদুর রহমান (আমার সুরমা ডটকম), মিজানুর রহমান তালুকদার (দিরাই নিউজ), সাজু আহমদ (জনতারকণ্ঠ), সাইফুর রহমান (আমার সুরমা ডটকম)।