সুনামগঞ্জের মধ্যনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মধ্যনগর থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর থানা আওয়ামী লীগের নেতা মো. জহিরুল হক তালুকদার, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মো. মোস্তাক আহমেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। স্বাগত বক্তব্য রাখেন থানা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল শহীদ, মোবারক হোসেন, অমরেষ চৌধুরী, মো. নেহার মিয়া, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি প্রমুখ।