বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির প্রথম সভা সোমবার দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ সুনামগঞ্জ অফিসে অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সম্প্রতি কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের নিন্দা জানান এবং গঠনার সাথে জড়িত জেলা প্রশাসককে শুধু প্রত্যাহার নয় ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এরই সাথে সুনামগঞ্জের বরদই বিলে নিহত আলিমের গঠনার সাথে যে বা যারা জড়িত সুষ্টু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানানো হয়। করোনার বিষয়ে গণসতচতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্রবিলি এবং হাওর রক্ষা বাঁধের সর্বশেষ অবস্থা নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন নির্বাহী সদস্য কবি নাসরিন আবেদীন, কোহিনূর বেগম, মাহমুদুল হাসান খান, সিনিয়র সহসভাপতি মো. আলী হায়দর, সহসভাপতি আশরাফ হোসেন লিটন, শাহিনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক মো. নূরুল হাসান আতাহার, সহ সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক এনাম, আবু নূর মো. নুরুল আজিজ চৌধুরী, আবু সাইদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাখু চৌধুরী, কোষাধ্যক্ষ মো. ফারুক মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেলিনা আক্তার, সদস্য শ্রী প্রদীপ কুমার দাস প্রমূখ।