সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
ধর্মপাশায় করোনা ভাইরাস প্রতিরোধ করণী লিফলেট বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।
বুধবার সকালে উপজেলা সদরসহ উপজেলার ১০টি ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধ করণীয় লিফলেট বিতরণ করা হয়েছে।
জানা যায়, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ করণীয় ১০ হাজার লিফলেট বিতরণ করেন লিফলেট বিতরণ সঞ্জজ রায় চৌধুরী।
এ সময় অন্যান্যদের মাঝ উপস্থিত ছিলেন জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানব চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আবুল হাসেম, গন্যমান্য ব্যক্তি ইকবাল হোসেন মন্টু, আওয়ামী লীগ নেতা রমজান মিয়াসহ জয়শ্রী ইউনিয়নের সদস্যবৃন্দ।
সঞ্জয় রায় চৌধুরী বলেন, সচেতন হোন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশবাসকে বাঁচান, মানব সেবায় এগিয়ে আসি আমরা সবাই।