শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

যুগান্তর স্বজন সমাবেশে খাদ্য সহায়তা পেলেন দলিত সম্প্রদায়ের ৬৪ পরিবার

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের তাহিরপুরে দলিত (রবিদাস) সম্প্রদায়ের পরিবার সদস্যরা যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ হতে মানবিক খাদ্য সহায়তা পেলেন।
মঙ্গলবার যুগান্তর স্বজন সমাবেশ উপজেলায় বসবাসরত দলিত সম্প্রদায়ের ৬৪টি পরিবারের সদস্যদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন।
জেলার তাহিরপুর উপজেলায় এই প্রথম বারের মত কোন দৈনিক যুগান্তর পত্রিকার সহযোগী সংগঠন স্বজন সমাবেশে সমাজের মূলস্রোতধারা হতে প্রায় বিচ্ছিন্ন ও পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ভুক্ত পরিবারগুলোর পাশে দাড়ায় মানবিক সহায়তা নিয়ে।
উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন গ্রামীণ হাটে দলিত সম্প্রদায়ের লোকজন মূলত জুতো সেলাই- পলিশের কাজ করে তাদের স্ব স্ব পরিবারের সদস্যদের ভরন পোষণ চালিয়ে যাচ্ছিলেন।
কিন্তু চলমান করোনা সংক্রমরোধে গ্রামীণ হাটগুলো হতে ফিরে গত দুসপ্তাহের অধিক সময় ধরে নিজ নিজ গৃহে অবস্থান করায় নিম্ন আয়ের অন্যান্য শ্রমজীবি ন্যায় বিপাকে পড়ে যান এ দলিত সম্প্রদায়ের লোকজন।
বিষয়টি নজরে আসায় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ যুগান্তরের স্বজনদের নিয়ে উদ্যোগী হন দলিত সম্প্রদায়ের পাশে মানবিক সহায়তা প্রদানে। এরপর মঙ্গলবার স্বজনদের নিজস্ব অর্থায়নে উপজেলার উপজেলা সদর, বালিজুড়ী, উত্তর বাদাঘাট ও উত্তর শ্রীপুর ইউনিয়নসহ চার ইউনিয়নের দশ গ্রামে বসবাসরত দলিত সম্প্রদায়ের ৬৪ পরিবারের প্রত্যেক পরিবার প্রতি ১ লিটার করে সয়াবিন তৈল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি পেয়াজ, আধা কেজি রসুন, ১ কেজি লবন, ১ কেজি চিনি, চা পাতা, ২টি সাবান ও দুই প্যাকেট শিশু খাদ্যসহ দশ পদের এ মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট কলেজ রোডে যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে দলিত সম্প্রদায়ের পরিবারের সদস্যদের হাতে সামাজিক দুরত্ব বজায় রেখে মানবিক খাদ্য সহায়তা তুলে দেন, তাহিরপুর থানার ওসি মো.আতিকুর রহমান, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ,বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো. আজাদ হোসেন, জেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ রয়েল,বাংলাদেশ দলিত পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শ্যামলাল রবিদাসসহ যুগান্তরের স্বজনরা।
এ সময় বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনজার্চ এসআই মাহমুদুল হাসান, এএসআই বেলাল হোসেন, বালু পাথর ব্যবসায়ী উওম হোসেন, বিল্লাল মিয়া, জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, স্বজন ও সাংবাদিক রাহাদ হাসান মুন্না, যুগান্তর স্বজন সমাবেশে তাহিরপুর শাখার সমন্বয়কারী সমীর তালুকদার, তরুণ উদ্যোক্তা সারোয়ার হোসেন, যুগান্তর স্বজন সমাবেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম বাবুল, স্বজন মজিবুর রহমান, আলীম উদ্দিন, তানভীর হাসান শুভ, শিহাব সরোয়ার শিপু, আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম জনিক, বাংলাদেশ রবিদাস ফোরাম (বি.আর.এফ) তাহিরপুর উপজেলা শাখার সভাপতি জহুর লাল রবিদাসসহ স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com