মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : রংপুরে জাপানি নগারিক হোসি কোনিও হত্যাকাণ্ডের ঘটনায় ব্র্যাক ব্যাংকের রাজশাহী শাখার দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। ব্যাংকের সামনে থেকে বৃহস্পতিবার রাতে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। আটক হওয়া কর্মকর্তারা হলেন, ব্যাংকের সেলস এন্ড সার্ভিস অফিসার মো. সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচ এম শাহারিয়ার। এরা রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় থাকেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী জানান, জাপানি নাগরিক হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার চারজন কর্মকর্তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্য থেকে দুইজনকে ছেড়ে দেয়া হয়।