বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : বাংলাদেশের পুর্নাঙ্গ সার্চ ইঞ্জিন স্লোগানে যাত্রা শুরু করেছে ‘খুঁজুন.কম’ নামের নতুন বাংলা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরীণ সকল ধরনের ঘটে যাওয়া খবর খুব সহজেই জানতে পাওয়া যাবে। এই সার্চ ইঞ্জিনটি শুধুমাত্র বাংলাদেশীদের জন্য বানানো হয়েছে ফলে এখানে শুধুমাত্র বাংলাদেশকে প্রাধান্য দিয়েই এর আর্কিটেকচার ডিজাইন করা হয়েছে। নতুন সার্চ ইঞ্জিন ‘খুঁজুন.কম’ এর শীর্ষ দশটি বিশিষ্টর মধ্যে রয়েছে ক্রস ভাষার সাপোর্ট, বুলিয়ান অপারেটর সাপোর্ট, আরিথ্ম্যাটিক অপারেশন সাপোর্ট, তারিখ রেঞ্জ সাপোর্ট, ফুজি কোয়ারি সাপোর্ট, অ্যাসেন্ট অক্ষর সাপোর্ট, ন্যাচারাল ভাষা কোয়ারি সাপোর্ট, রিলেশনাল অপারেটর সাপোর্ট, সবগুলো ডকুমেন্ট একসাথে নির্বাচনের সাপোর্ট এবং ওয়িল্ডকার্ড কোয়ারি সাপোর্ট। এছাড়াও এমন আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে যা এই সার্চ ইঞ্জিনকে পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন হিসাবে আত্মপ্রকাশ করতে সাহায্য করেছে। এতে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি, কী-ওয়ার্ড ভিত্তিক সার্চ করার সুবিধা। আর এই ক্যাটাগরি এবং কী-ওয়ার্ডগুলো বাংলাদেশের মানুষের চাহিদার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর সাহায্যে ব্যাবহারকারীরা সহজেই কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবেন। ‘খুঁজুন.কম’ সম্পর্কে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানালেন, অ্যালেক্সা র্যাংকিং এর কথা বিবেচনা করলে দেখা যায় এ দেশের অনেক সাইট থাকা শর্তেও কোন দেশী সাইটকে র্যাংকিং এর প্রথম স্থানে তো দূরের কথা এর আশেপাশে পর্যন্ত নেওয়া যায়নি। অথচ চীনে তাদের সার্চ ইঞ্জিন ‘বাইদু’কে অ্যালেক্সা র্যাংকিংয়ের প্রথম স্থানে নিয়ে গেছে। আমরাও পারি আমাদের দেশেকে সমৃদ্ধিশীল করতে। আমরাও পারি আমাদের সার্চ ইঞ্জিনকে প্রথম স্থানে নিয়ে যেতে, আর আমরা যদি চেষ্টা করি তাহলে আমরাও একদিন অবশ্যই অ্যালেক্সা র্যাংকিংয়ের প্রথম স্থান দখল করব। আর যদি গুগলের কথা চিন্তা করি তারাও কিন্তু একদিনে এই অবস্থানে যেতে পারেনি। এই অবস্থানে যেতে সাধারণ ব্যাবহারকারীদের রয়েছে সব থেকে বড় ভূমিকা।