সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
করোনা আক্রান্ত দুই রোগী সুস্থ হয়ে এবার সুনামগঞ্জে নিজ নিজ বাড়ি ফিরে গেলেন। সোমবার সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে আইসোলেশানে থাকা এক নারী ও অপর এক পুরুষ করোনা আক্রান্ত এ দুই রোগীকে ছাড়পত্র দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
ছাড়পত্র পাওয়া করোনা মুক্ত রোগীদের মধ্যে এক ব্যক্তির বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলায় ও অপর নারীর বাড়ি দোয়ারাবাজার উপজেলায়। সোমবার রাতে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এতথ্য নিশ্চিত করেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আরো জানান, চলমান বৈশ্বিক মহামারী করোনা শংকার মাঝে সুনামগঞ্জবাসীর জন্য সোমবার দিনটি খুশির খবর বয়ে এনেছে। করোনা আক্রান্ত ২ জন রোগীকে আইসোলেমানে রাখার পর পুনরায় তাদের নমুনা সংগ্রহের পর রিপোর্ট নেগেটিভ আসায় আপাতত তাদেরকে সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র দিলে তারা বাড়ি ফিরেছেন। তারপরও আমরা তাদের পর্যবেক্ষণে রাখব। আশা করি এ জেলায় করোনায় আক্রান্ত অন্যরাও পর্যায়ক্রমে সুস্থ হয়ে পরিবার ও প্রিয়জনদের নিকট ফিরে যেতে পারবেন।
প্রসঙ্গত, সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলা সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় ২৫ এপ্রিল পর্যন্ত ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।