রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রভাবশালী ভাবী ও দেবরের দ্বন্দ্বে দু’গ্রুপের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর ও কামালপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন মধুরাপুর গ্রামের মৃত মজর মিয়ার ছেলে একরাম মিয়া (২২), আব্দুর রউফের ছেলে মান্না মিয়া (২৪), মৃত জয়নুল্লাহর ছেলে জাহেদ নূর (২৭), আবু সাদেকের ছেলে রেজওয়ান আহমদ (২৮), দিল হক মিয়ার ছেলে মারুফ মিয়া (১৮), আলিমুদ্দিনের ছেলে মুহিবুর রহমান (৩০) এবং কামালপুর গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল বাছির (২৬), নূর জালালের ছেলে রেজু মিয়া (২৮), হারুন মিয়ার ছেলে আলিক নূর (২৬), পুলিশ মিয়ার ছেলে নূর মুহাম্মদ (৪৮) ও নূর জালাল (৬০)।
এলাকাবাসি সূত্রে জানা যায়, ভাটিপাড়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মৃত মঞ্জুরু ইসলাম চৌধুরী লিটন মিয়ার স্ত্রী ও তার ভাই সাবেক চেয়ারম্যান জাহেদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে প্রায়ই উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার বিকেলে এর জের ধরেই উভয়পক্ষের লোকজন মধুরাপুর গ্রামের আশিক মিয়ার বাড়িতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে কল দিলে উভয়পক্ষের মোবাইল বন্ধ পাওয়া যায়।