মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
রাজধানীর গুলশান-২ নম্বরের ইউনাইটেড হাসপাতালে ঘটা অগ্নিকান্ডে দগ্ধ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা সবাই হাসপাতালটির করোনা ইউনিটে আইসোলেশনে ছিলেন। অগ্নিকান্ডে নিহত পাঁচজনের মধ্যে একজন নারী এবং চারজন পুরুষ বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। তবে মৃতদের কারো নাম এখনো জানা যায়নি।
সূত্র মতে, হাসপাতালটির বর্ধিত অংশে করোনা আইসোলেশন সেন্টারে এসির বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত কর্মকর্তা জানান, হাসপাতালের বর্ধিত অংশে চারটি আইসোলেশন কক্ষ ছিলো। সেখানকার বাইরের দিকের কক্ষ থেকে রোগীরা বের হতে পারলেও ভিতরের দিকে অবস্থিত একটি কক্ষ থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
সূত্র মতে, বর্ধিত অংশে অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও হাসপাতালটির মূলভবন এবং আইসিইউ ইউনিট অক্ষত রয়েছে।
হাসপাতালের চীফ কমিউনিকেশন অফিসার ডা. সাগুফা আনোয়ার ইনকিলাবকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি। পাশাপাশি ৫ জন করোনা রোগীর লাশ উদ্ধার সম্পর্কে তিনি বলেন, ৫ জন মৃত্যুবরণ করেছেন সত্য। সবাই করোনায় আক্রান্ত এটা নিশ্চিত নয়। তবে তাদের প্রত্যেকের মধ্যে করোনার লক্ষণ ছিল। বুধবারই তাদের করোনার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তাই এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না সবাই করোনায় আক্রান্ত কিনা। কিছুক্ষণের মধ্যে হাসপাতালের পক্ষ থেকে সবকিছু জানানো হবে।
এর আগে, বুধবার (২৭ মে) রাত ১০টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, রাজধানীর গুলশানে অবস্থিত হাসপাতালটি শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম।