সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষীণ কামলাবাজ ৮নং ওয়াডে দি হাঙ্গার প্রজেক্ট এর ভিডিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কামলবাজ গ্রামের গ্রাম উন্নয়ন দলের উদ্যোগে শুকনো খাবার চিড়া, মুড়ি ও চিনি বিতরণ হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ভিডিটির অর্থায়নে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ, ভিডিটির উপদেষ্টা মো. ওয়াজ কুরুনী, ভিডিটির সভাপতি নিজাম চিশতী, সাধারণ সম্পাদক সুমাইয়াসহ ইয়ুথ, উজ্জীবক উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস এর কারণে মানুষ যখন ঘর বন্দী ঠিক তখনী বন্রাত্ব ও অসহায়দের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। শুকনো খাবার গ্রহণ করেন দক্ষীণ কামলাবাজ গ্রামের নারী হামিদা, ইয়াসমিন, জয়াতারা, মনোয়ারা, শাহিদা, সালেহা, রুনা, বিউটি, নুরজাহান, পারভীন প্রমূখ।