সাইফ উল্লাহ, ধর্মপাশা প্রতিনিধি:
সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবন মান উন্নয়ন প্রকল্প মেধা ২ বিল ব্যবহারকারী সংগঠনের লভ্যাংশ বিতরণ জরা হয়েছে। শনিবার সকাল ২ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ হল রুমে চেক বিতরণ করা হয়। এইচএফএমএলআইপি- এলজিইডি এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি বাংলাদেষ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর সুনামগঞ্জ জেলা প্রকৌশলী মো. সবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আবু তালেব, ধর্মপাশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা পাউবো সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ফেরদৌসুর রহমান, প্রবীর বিজয় তালুকদার, মো. সেলিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে প্রমূখ। অপরদিকে উপজেলা পরিষদ হল রুমে বৃক্ষ রোপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি বলেন, গাছ লাগান পরিবেশ বাচান, প্রতিটি মানুষ কমপক্ষে ৩টি গাছ লাগান। গাছে যেমন ফল দেয় তেমনী অর্থনৈতিক চাহিদা পুরণ করে, বেশী বেশী গাছ লাগান।