রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদারের চাচা ও দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আমার প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী, দিরাই পৌরসভার দোওজ নিবাসি মোঃ আজিজুর রহমান সরদার (৬৫) আজ ভোর ৫টা ২০ মিনিটে সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন। পরবর্তীতে রোগ বৃদ্ধি পেলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর করোনা সন্দেহে তাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা করলে নিউমোনিয়া ধরা পড়ে।