বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা সরকারি কলেজ রোডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শফিফুল ইসলাম করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল রোববার রাতে মৃত্যুবরণ করেছেন।এ উপজেলায় করোনায় প্রথমবারের প্রথম মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মেসার্স মোর্শেদ ব্রিক ফিল্ডের প্রতিষ্ঠাতা শফিকুল (৫০) জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি ১১ জুলাই নমুনা দেন। ১৪ জুলাই রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। সেই থেকে তিনি বাড়িতে আইসোলেশনে ছিলেন। গতকাল রাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, ব্যবসায়ী শফিকুল কোভিডে আক্রান্ত ছিলেন। উপজেলায় করোনায় সংক্রমিত হয়ে এটিই প্রথম মৃত্যু। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।