বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে লায়ন্স ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে লায়ন্স ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার্ত ২৫০টি পরিবারের মধ্যে শনিবার সকালে  খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। পৌর শহরের জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে স্থানীয় কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ।
বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী সহায়তা হিসাবে চাল, ডাল, ময়দা, তৈল, পিয়াজ, আলু, চিড়া, মুড়ি, খাবার স্যালাইন ও হাত ধোয়ার সাবানসহ নানা সামগ্রী প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের (৩১৫বি-১) গর্ভনর দেওয়ান নাসিরুল হক।
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণের আগে আলোচনায় পর্বে বক্তব্য দেন আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, আরসি হেডকোর্য়াটার লায়ন সাজুয়ান আহমদ, লিও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও আরসি হেডকোয়ার্টার লায়ন ইমরান আহমদ, লায়ন আব্দুল কাদের সিকদার, রাজিব মিয়া, হাবিবুর রহমান, আক্তার উ জামান, আলমগীর মজুমদার, লায়ন মোস্তফা শাহজাহান, মো.হারুনুর রশিদ, খন্দকার মাজহারুল আনোয়ার, মোহিতুর রহমান, তানভীর আহমদ, গৌতম লাল দত্ত, লায়ন ফারুক আহমদ এমজেএফ, আরসি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমদ জোয়ার্দার, কেবিনেট জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, জোন এ্যাডভাইজার লায়ন রুহুল আমিন, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক  মো. বুরহান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এর আগে সংগঠনের উদ্যোগে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দূবর্বকান্দা গ্রামে ২৫০টি বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। একইভাবে সিলেটের বিভিন্ন স্থানে সংগঠনের উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com