সোমবার, ১৪ Jul ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের শতবর্ষী মুরুব্বী ও তারাপাশা মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল খালিক বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও শিক্ষক রেখে গেছেন।
শুক্রবার বেলা দুইটায় মাদরাসা মাঠে নামাযে জানাযা শেষে মাদরাসার পাশে তাকে দাফন করা হয়। জানাযার ইমামতি করেন মুফতি মাওলানা নুমান আহমদ।